Advertisement
নাটোর জেলা প্রতিনিধিঃ
২০২৪-২৫ অর্থ বছরে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' কর্মসূচির আওতায় কৃষি ও পুষ্টিনির্ভর উদ্যোক্তা উন্নয়নে নাটোরের লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) উপজেলা অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টিকর খাদ্য নিরাপত্তা, নারী ও যুব উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা হয়।
এসময় বক্তরা বলেন, পার্টনার কংগ্রেসের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষির আধুনিকায়ন এবং উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি মজবুত করা, কৃষিপণ্য প্রক্রিয়াকরণে উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
কংগ্রেসে সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী অঞ্চলের পার্টনারের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) লুৎফর নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমূখ।