Advertisement
মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদী জেলাধীন মাধবদী বাজারে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইলিয়াছ। গত ৬ জুলাই তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের মুখোমুখি হয়ে তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “এই দুর্যোগ শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি একটি সামাজিক ক্ষতি। তাই এই পরিস্থিতিতে আমাদের সবাইকে মানবিক দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধানে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। সেই সাথে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করা যায়। ব্রহ্মপুত্র নদে ডাইংয়ের পানি না ফেলে সেন্ট্রাল ইটিপি গড়ে তোলার আহ্বান জানান। জালপট্টি মসজিদের পুকুরটির ৩টি ঘাট খুলে দেওয়ারও আহ্বান জানান। এসময় মোহাম্মদ ইলিয়াছ স্মরণ করেন 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা', যা তিনি একটি যুগান্তকারী সামাজিক ও অবকাঠামোগত উদ্যোগ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “এই কর্মসূচি কেবল খাল খননের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এর মাধ্যমে কৃষি সেচ, খাদ্য নিরাপত্তা এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ করে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করা হয়েছিল।
তিনি আরও জানান, এই কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমানের সময়কালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে মাধবদী কলেজ প্রাঙ্গণে একটি পুকুর খনন করা হয়েছিল। তবে দুঃখ জনক ভাবে, সেই ঐতিয্যবাহী জনসেবা মূলক পুকুরটি আজ বিলুপ্ত। এটি শুধু একটি জলাধার ছিল না বরং রাষ্ট্রের জনমুখী উন্নয়ন দর্শনের একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারত।
সাবেক মেয়র এই উদ্যোগগুলোকে সামনে রেখে মাধবদীর উন্নয়ন পরিকল্পনায় অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে গড়ে তোলার আহ্বান জানান।


