Advertisement
পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনায় ১৮ মে রবিবার সন্ধ্যায় সরকারি বালিকা বিদ্যালয় এর সামনে সমবায় মার্কেট এর দ্বিতীয় তলায় হোম টেস্ট নামে একটি ফুড আইটেম এর দোকান উদ্বোধন করেন পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা কবি,গীতিকার, সংগঠক,বাচিকশিল্পী ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক, এডমিন হ্যাংরি পাবনা, মোছাঃ সুমনা আক্তার, হোম টেস্ট এর স্বত্বাধিকারী, নোমান আলম,ঘরেই বাজার এর সিইও, নাজমুল হাসান মডারেটর হ্যাংরি পাবনা, দূরন্ত কুরিয়ার এর স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম সোহাগ,বাপ্পি ওয়াল পেপার এর স্বত্বাধিকারী মোঃ সাঈদ,আরিফা সুলতানা এস আর ফুড কর্ণার এর স্বত্বাধিকারী,আদি চৌধুরী আদির হেশেল এর স্বত্বাধিকারী, জান্নাতুল ফেরদৌস হেঁশেল ঘর এর স্বত্বাধিকারী,আমির হোসেন আশিক, মোঃ রাদিয়ান ইসলাম, সৈয়দ এনামুস সাদাত প্রমুখ।
হোম টেস্ট এর স্বত্বাধিকারী সুমনা আক্তার জানান তাই এই ফুড শপ ছাত্র ছাত্রী দের বাজেট ফেন্ডলি একটি দোকান এখানে ২০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে খাবার কিনতে পারবে।