lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৭ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-07T08:01:47Z
ব্রেকিং নিউজ

রংপুরে প্রেমিকার সাথে দেখা করতে এসে ভারতীয় নাগরিক আটক

Advertisement


 

রংপুর  প্রতিনিধিঃ

রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সারাই উল্লাহপাড়া এলাকায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ওই ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। ঘটনার সূত্রপাত হয় ৫ জুলাই ২০২৫, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের রানীনগর থানার কলবলিতলা এলাকার বাসিন্দা সোহেল আলী (৩২), পিতা- মরজেম মন্ডল, মাতা- জাহানারা বিবি, পাসপোর্ট নম্বর X3955968, বৈধ ভিসায় গত ৪ জুন ২০২৫ তারিখে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি রাজশাহীর পবা থানার ডাঙ্গীপাড়া এলাকায় অবস্থান করছিলেন তার মামাতো ভাই মো. রাফিকের বাড়িতে।

পরে, দীর্ঘদিন ধরে অনলাইনে পরিচয়ের সূত্র ধরে রংপুর মহানগরের হারাগাছ পৌরসভার সারাই উল্লাহপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোছা. সুমনা আক্তার (১৭) এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সোহেল আলী সেখানে যান।

স্থানীয়দের সন্দেহ হলে তারা সোহেলকে আটক করে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।