Advertisement
হাসান আলী সোহেল, নিজস্ব প্রতিবেদক,
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্পিডবোট থেকে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আমিরুল গাইন (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রায়টা বালুঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আমিরুল গাইন ফয়জুল্লাহপুর গ্রামের মৃত জলিল গাইনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তার শরীরে দুটি গুলি লেগেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর চর থেকে একটি স্পিডবোটে করে ৮-১০ জনের একদল অস্ত্রধারী রায়টা পদ্মার তীরে আসে। সম্প্রতি রায়টা বালুঘাট এলাকায় নদীভাঙন তীব্র হওয়ায় গ্রামবাসী বালুবাহী নৌকা চলাচলে নিষেধাজ্ঞা দেয়।
স্থানীয়দের অভিযোগ, আলাইপুরের বালু ব্যবসায়ীরা নিজেদের সীমানা ছেড়ে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ভাঙনকবলিত এলাকায় এসে অবৈধভাবে বালু উত্তোলন করছিল,যা নদীভাঙন আরও বাড়িয়ে দিচ্ছিল।এর প্রতিবাদে শনিবার সকালে গ্রামবাসীরা বালুবাহী নৌকা আটকালে স্পিডবোটে আসা অস্ত্রধারীরা গ্রামের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এসময় কৃষক আমিরুল গাইন গুলিবিদ্ধ হন।
এলাকাবাসী আরও অভিযোগ করেন,এই অবৈধ বালু উত্তোলনকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে অশান্তি সৃষ্টি করছে।তারা এর দ্রুত সমাধান চান।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “ঘটনাটি শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একই কথা জানিয়েছেন লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন।তিনিও জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।