lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৭ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-07T13:04:25Z
ব্রেকিং নিউজ

শ্রীমঙ্গলের চা বাগান থেকে গাছের সাথে বাঁধা কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের ফাঁড়ি কাকিয়াছড়া চা বাগানের ১ নম্বর সেকশনের একটি ছায়া দানকারী (শেড ট্রি) বৃক্ষের সাথে গলায় বেল্ট বাঁধা অবস্থায় হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্বার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের শাহীবাগ এলাকার মো. লিটন মিয়ার ছেলে। ছোটবেলায় মা-বাবার বিচ্ছেদ হবার পর সে মায়ের সঙ্গে শাহীবাগ এলাকার হামিদ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। পুলিশের প্রাথমিক ধারণা হৃদয়কে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হতে পারে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে চা-বাগানের চৌকিদাররা ফুলছড়া ও কাকিয়াছড়া চা বাগানের সীমান্ত এলাকায় কাকিয়াছড়া চা বাগানের ১ নম্বর সেকশনের ভেতরে একটি ছায়া দানকারী গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সমাজকর্মী শিরিন আক্তার বলেন, ‘নিহত হৃদয় আমার এলাকার বাসিন্দা ছিল। দীর্ঘদিন ধরে আমরা প্রতিবেশি। এক সময় আমরা ভাড়াও থাকতাম এক বাসায়। হৃদয় যখন খুব ছোট তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। তার মা হাসিনা বেগম অত্যন্ত পরিশ্রম করে একমাত্র সন্তানকে বড় করে তুলে। হৃদয় কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে ডিস ও ইন্টারনেট লাইনের লাইনম্যান হিসেবে কাজ করে পরিবার চালাতো। তার অকাল মৃত্যুতে তার মা হাসিনা বেগমকে দেখভাল করার আর কেউ রইলো না। তাদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।’

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এক যুবককে বেল্ট দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার হাতের কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাতগুলো রক্তাক্ত আঘাত নয়, লীলাফোলা জখম। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হতে পারে। নিহতের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। মায়ের সাথে নিহত হৃদয় শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য যে, ২০২০ সালের ১৪ জানুয়ারি দুপুরে উপজেলার ভাড়াউড়া চা বাগানের ভেতরে একটি ছায়া দানকারী বৃক্ষের সাথে কালো রঙের চাদর গলায় বাঁধা অবস্থায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম মিয়া রকির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।