Advertisement
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
পরীক্ষা চলাকালিন সময়ে কক্ষ পরিদর্শক মাওলানা মোঃ রাসেদুল ইসলামের কাছে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। সোমবার আমতলী সরকারী কলেজে মাদ্রাসা কেন্দ্রের আলিম পরীক্ষা চলাকালে তাকে বহিস্কার করা হয়।
জানাগেছে, আমতলী সরকারী কলেজে মাদ্রাসা কেন্দ্রে সোমবার আলিম শ্রেনীর ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ রাশেদুল ইসলামকে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়। কিন্তু কক্ষ পরিদর্শক হয়েও তিনি স্মার্ট ফোন সাথে নিয়ে কক্ষে প্রবেশ করেছেন। ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম তার কাছে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিস্কার করেছেন।
আমতলী সরকারী কলেজের মাদ্রাসার কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সালাম বলেন,পরীক্ষা চলাকালিন সময়ে এক কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, বহিস্কৃত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।