lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-04T11:08:53Z
মাদক

মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়িসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি পৃথক বিশেষ অভিযানে ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ও বিড়ি উদ্ধার করে। অভিযানে আটককৃতরা হলেন জেলার শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামের লেদন মিয়া ওরফে আব্দুর রহমান (৫২) এবং মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের সৈয়দ আব্দুল গালিব (৪০)।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপ-পরিদর্শক (এসআই) এ. এইচ. এম মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পাচাউন গ্রামে অভিযান চালিয়ে লেদন মিয়া ওরফে আব্দুর রহমান (৫২) কে আটক ও তার বসতঘর তল্লাশি করে ৮০টি ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত লেদন মিয়ার বিরুদ্ধে আরও দুইটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।




একই রাতে উপ-পরিদর্শক (এসআই)  আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির অপর একটি দল মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরে অভিযান পরিচালনা চালিয়ে দোকানের বিশ্রাম কক্ষে একটি চটের বস্তার ভেতর থেকে  ৩৫ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও দোকানের মালিক সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের সৈয়দ আব্দুল গালিবকে (৪০) আটক করে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, ''উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাই পথে আমদানি করা ভারতীয় বিড়ি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।''