Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি ও খরিপ -১ মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা লক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলা ১০ টি ইউনিয়নে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়।
বুধবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের সামনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী মুখ।
এ সময় কৃষক প্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডেপ, ও ১০ কেজি পটাশ স্যার বিতরণ করা হয়।
এ বিষয়ে ধাক্কামারা ইউনিয়নের বিএস মোঃ গুলজার রহমান বলেন আজকে ক্ষুদ্র চাষীদের মাঝে সরিষা বীজ ও ২ প্রকারের সার দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার আশাদুন্নবী বলেন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তা লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি আওতায় সরিষার বীজ ও দুরকমের সার বিতরণ করা হয়।


