Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ে৷ অভিযুক্ত ওই শিক্ষক নাম নাসির উদ্দিন। তিনি ওই স্কুলের সহকারী শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষক গা ঢাকা দিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে স্কুলের শিক্ষার্থী ও অবিভাবকরা ওই শিক্ষকের বিচারের দাবিতে স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আটোয়ারী উপজেলা পরিষদের সামনে গিয়ে জড়ো হয়। পরে আটোয়ারী-রুহিয়া সড়কে বাঁশ ফেলে প্রায় ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধ করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়ে বিভিন্ন যানবাহন। পরে ঘটনাস্থলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল উপস্থিত হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেন। এবং অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের অতি শিগগিরই গ্রেফতারের আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
জানা যায়, গত ২ নভেম্বর প্রতিদিনের ন্যায় স্কুলে আসেন ওই শিক্ষার্থী। ওইদিন স্কুলে এসে শ্রেণিকক্ষের সবচেয়ে পিছনের বেঞ্চে বসে ওই শিক্ষার্থী। ক্লাস নেওয়ার সময় ও শিক্ষক সবার পিছনে গিয়ে ওই শিক্ষার্থীর স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ঐদিন স্কুল ছুটির পর ও শিক্ষার্থী তার মাকে গিয়ে বিষয়টি অবগত করেন। সাথে সাথে ওই শিক্ষার্থীর মা এবং বাবা স্কুলে এসে বিষয়টি অন্যান্য শিক্ষকদের জানান। প্রধান শিক্ষক ঐ দিন উপস্থিত না থাকায় ৩ নভেম্বর ও শিক্ষার্থীর মা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক ব্যবস্থা না নেওয়ায় ৪ নভেম্বর সকালে শিক্ষার্থীর পরিবার ওই স্থানীয়রা এসে স্কুলে বিক্ষোভ করেন। অভিযোগ রয়েছে চার নভেম্বর সকালে ওই শিক্ষক স্কুলে এসে হাজিরা দিয়ে চলে যেতে প্রধান শিক্ষক সহায়তা করেছেন। এরই প্রেক্ষিতে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা আটোয়ারী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন।
আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। প্রধান শিক্ষককে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, শিক্ষার্থীরা সহ অবিভাবক ও স্থানীয়রা ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা সেই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


