Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি:
বিশ্ব-ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে ভুরুঙ্গামারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে ১০টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য রাখতে বিধি-মোতাবেক ল্যাট্রিন নির্মাণের কাজ শেষ হয়েছে।
জানা গেছে, মানব-সম্পদ উন্নয়নে ভুরুঙ্গামারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রজেক্টের আওতায় (১০টি ইউপি) পাথরডুবি, শিলখুড়ি, তিলাই, পাইকেরছড়া, ভূরুঙ্গামারী, জয়মনিরহাট, আন্ধারীঝাড়, বলদিয়া, চর ভূরুঙ্গামারী এবং বঙ্গসোনাহাট ইউনিয়নে ২হাজার ২৯০টি ল্যাট্রিন নির্মাণ কাজ শেষ হয়েছে। ফলে গ্রাম ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষরা মানব সম্পদ উন্নয়নের ল্যাট্রিন পেয়ে জনস্বাস্থ্য সেবায় উন্নতি হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, ভুরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে ২হাজার ২৯০টি ল্যাট্রিন নির্মাণ কাজ বাস্তবায়িত শেষ হওয়ায় ইউনিয়ন পর্যায়ের মফস্বল ও চলাঞ্চলের হতদরিদ্র পরিবার স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য ল্যাট্রিন ব্যবহার করে জনস্বাস্থ্য সেবায় সার্বিকভাবে উন্নীত হয়েছে এবং বদলে গেছে ইউনিয়নের দৃশ্যপট।
শিলখুড়ি, সোনাহাট, আন্ধারীঝাড়, তিলাই ইউনিয়নের রোস্তম আলী, মর্জিনা খাতুন, শাহাদত হোসেন বলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আওতায় এবং উদ্যোক্তাদের মাধ্যমে ১০টি ইউনিয়নে মানব-সম্পদ উন্নয়নে স্বাস্থ্যসন্মত ল্যাট্রিন প্রকল্পের কাজ সঠিকভাবে নির্মাণ শেষ হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত শেষ হাওয়ায় আমাদের মতো মফস্বল ও চরাঞ্চলের হতদরিদ্র পরিবার স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার ও স্বাচ্ছন্দ্য করছে।
বলদিয়া, পাথরডুবি ও জয়মনিরহাট, ইউনিয়নের এনছার আলী, সাইদুর রহমান, আব্দুর রব, মমিনুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আওতায় এবং উদ্যোক্তাদের মাধ্যমে ও মানব-সম্পদ উন্নয়নে স্বাস্থ্যসন্মত ল্যাট্রিন প্রকল্পের কাজ সঠিকভাবে নির্মাণ শেষ। এই প্রকল্পের মাধ্যমে আমাদের মতো মফস্বল ও চরাঞ্চলের হতদরিদ্র পরিবার স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, পরিবেশকে পরিষ্কার রাখতে পেরে ধন্যবাদ মনে করছি।
ভূরুঙ্গামারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. সেকবর আলী বলেন, মাঠ পর্যায়ে কাজ সুষ্ঠুভাবে তদারকির মাধ্যমে গুণগতমান বজায় রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ল্যাট্রিন নির্মাণ কাজ শেষ হয়েছে।
কুড়িগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ বলেন, নির্মাণ কাজ সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে শেষ হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর বিভাগের তত্বধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব-ব্যাংকের অর্থায়নে মানব-সম্পদ উন্নয়নে ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়নে এবং দক্ষ উদ্যোক্তাদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ল্যাট্রিন নির্মাণ সম্পূর্ণ হয়েছে।


