lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
Last Updated 2025-11-09T12:14:03Z
ব্রেকিং নিউজ

মনোহরদীতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Advertisement


 

হাজী জাহিদ:

নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে কাজী শরিফুল ইসলাম শাকিল নামে এক ব্যক্তির বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (১১ নবেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।



এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, মজিবুর রহমান মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার কফিল উদ্দিন, মো. মতিউল ইসলাম ভূঁইয়া, সাফি উদ্দিন প্রমুখ। 



এ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতারক শাকিল মুক্তিযোদ্ধাদের মানহানি ও অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।"


এসময় তারা, দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত চাঁদাবাজ ও প্রতারক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


এ বিষয়ে কাজী শরিফুল ইসলাম শাকিল সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমি কখনো অপপ্রচার বা হয়রানি করিনি।