Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
সাঁথিয়া'য় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।১০ নভেম্বর (সোমবার) বেলা ১১ টা ৩০ মিনিটে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নাধীন মানপুরস্থ বাড়ীর পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।ভুক্তভোগী শিশু সিগবাতুল্লাহ (দেড়) মানপুর গ্রামের নাসিমের ছেলে।
স্থানীয়'রা জানান, নিজ বাড়ীর পাশে খেলাধুলা করা অবস্থায় পুকুরে ডুবে গেলে পরিবারের সদস্য'রা এলাকাবাসী উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।
এবিষয়ে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: এনামুল হক (এবিবিএস,এমএস-সার্জারী,বিসিএস- স্বাস্থ্য) বলেন, বেলা ১২ টা ১৫ মিনিটে সিগবাতুল্লাহ নামের দেড় বছরের একজন শিশু (পানিতে পড়া) কে হাসপাতালে আনা হয়।তবে এখানে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।


