Advertisement
মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ শ্লোগানে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শনিবার সকালে য়ংড বৌদ্ধ বিহারে এলাকা থেকে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ক অঞ্চল ,বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সামনে মানববন্ধন হয়। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠির শতশত নারী-পুরুষ অংশ নেন।
বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি শাখার সভাপতি চাইথোয়াই মার্মা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রামের জাপান নিপন একাডেমি পরিচালক মো: নুরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক নির্মল দাশ, নমিতা চাকমা উক্যনু মারমা।
বক্তারা বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের হিসেবে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। অবিলম্বে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পাহাড় ও সমতলের আদিবাসীদের ভূমি ও প্রথাগত অধিকার নিশ্চিত এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে আদিবাসী উদযাপন কমিটির ব্যানারে পৃথক কর্মসূচী পালন করা হয়েছে।