lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১০ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-10T05:32:50Z
ব্রেকিং নিউজ

সিঙ্গাপুর নেওয়ার কথা বলে ৯ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

 সিঙ্গাপুরে নেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মমিনুর রহমান নামের এক সিঙ্গাপুর প্রবাসীর বিরুদ্ধে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের আব্দুল শেখের ছেলে মমিনুরের  বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ করেছেন পাশের উপজেলা সরিষাবাড়ীর বাসিন্দা মোঃ সাইদ আহমেদ।

ভুক্তভোগী সাইদ আহমেদ জানান, প্রায় এক মাস আগে মমিনুর তার সঙ্গে যোগাযোগ করে সিঙ্গাপুরে ভিসা দেওয়ার আশ্বাস দেন। এতে উভয়ের মধ্যে চুক্তি হয় ১১ লাখ  টাকার। পরে গত ২০ জুলাই ২০২৫ তারিখে মমিনুর জানান, এক সপ্তাহের মধ্যে ভিসা প্রদান করা হবে। তবে তার সিঙ্গাপুর তার ডলার প্রয়োজন  বিধায় আগে ২ লাখ ৭৩ হাজার টাকা একটি অ্যাকাউন্টে পাঠাতে হবে। আর বাকি ৭ লাখ বাড়িতে দিয়ে আসতে হবে।

মমিনুরের কথা বিশ্বাস করে সাইদ আহমেদ ওই টাকা তার দেওয়া নির্ধারিত অ্যাকাউন্টে পাঠাতে বলে। আর বাকি ৭ লাখ টাকা তার বাড়িতে তার মা ,ভাই ও বউ নেয় ।
 কিন্তু টাকা পাঠানোর পর একদিন পর্যন্ত যোগাযোগ রাখলেও, এরপর থেকেই  ইমো, হোয়াটসঅ্যাপসহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেন মমিনুর। তার মোবাইল নম্বরটিও এখন বন্ধ।

পরবর্তীতে মমিনুরের গ্রামের বাড়িতে যোগাযোগ করা হলে তার পরিবার টাকা নেয়ার কথা অস্বীকার করে। বলে আমার  ছেলে কোনো টাকা নেয়নি। আপনারা অন্য ব্যক্তিকে টাকা দিয়েছেন ।

তবে ভুক্তভোগী জানান, ওই প্রতারক মমিনুর তার  ফুফাতো ভাইয়ের স্ত্রীর বড় ভাই  হওয়ায় বিশ্বাস করে টাকা দিয়েছিলেন।

সাইদ আহমেদের দাবি, তার কাছে টাকা লেনদেনের রশিদ, মমিনুরের ছবি, ভয়েস রেকর্ডিং, ভিডিও কলেজ স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণ সংরক্ষিত রয়েছে। এমনকি, জামানতের বিনিময়ে মমিনুর তাকে নিজের পাসপোর্ট, শিক্ষাগত সনদপত্রসহ কিছু কাগজপত্র দিয়েছেন। বর্তমানে অভিযুক্ত মমিনুর রহমান পলাতক রয়েছেন। তার কোনো হদিস না পেয়ে সাইদ আহমেদ আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত মমিনুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।