lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৯ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-09T10:12:27Z
মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন

Advertisement


 



হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:গাজীপুরে দৈনিক প্রিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।


মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান হেলাল, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মিয়া, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক শিকদার, দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আবীর হোসেন আবু, সদস্য মোঃ কামাল মাহমুদ লেলিন, মোঃ রাজিব হোসেন, মোঃ বেলাল শেখ, মোঃ সুজল খান, অসীম কুমার দত্ত, বিপ্রজিত বিশ্বাস, মোঃ রিফাত বিশ্বাস, পার্থ রায়সহ অনেকে।


বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।


মানববন্ধন শেষে সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালন করে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।