Advertisement
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ০৬ নং কাশিনাথপুর ইউনিয়নের অন্তর্গত ০৭ নং ওয়ার্ড ( মেহেদীনগর দাখিল মাদ্রাসা) কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক জিয়াউর রহমান জিয়া এখন বিএনপির হেভিওয়েট নেতা। তিনি সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক। এমনকি সম্প্রতি সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান (পিপিএম) একক স্বাক্ষরিত সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী ( তার সাথে সমন্বয় করে আহবায়ক ও সদস্য সচিব কে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে)। সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান (পিপিএম)' র এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে কাশিনাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে।
কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী বলেন, জিয়াউর রহমান জিয়া আওয়ামিলীগের সক্রিয় কর্মী ছিলেন। কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামিলীগের বিভিন্ন কর্মসূচীতে তিনি থাকতেন সামনের সাঁড়িতে। যার স্বীকৃতি স্বরুপ তিনি হয়েছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক। এমনকি আওয়ামী শাসনামলে দলের সংসদ সদস্য' র আধা সরকারি পরিপত্র ( ডিও লেটার) ছাড়া যখন কোন কাজই হয়নি তখন তিনি হয়েছিলেন মেহেদীনগর দাখিল মাদ্রাসার সভাপতি।
আওয়ামীলীগ সরকারের পতনের পর আলাদ্বীনের চেরাগের ছোয়ায় তিনি অধিষ্ঠিত হয়েছেন কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির নীতিনির্ধারক হিসাবে। এতে বিরুপ মন্তব্য করেছেন বিএনপির ত্যাগী কর্মীরা। এমনকি ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে)। ৩ দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত কয়েকজন বিএনপি নেতা বলেন, জিয়ার মত আওয়ামীলীগার যখন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, আমাদের আফসোস করা ছাড়া উপায় নেই। এমনটা চলতে থাকলে এই সকল হাইব্রিডদের ভীরে ত্যাগীরা হাঁড়িয়ে যাবে।