Advertisement
হৃদয় হোসেন নিরব,পাবনা:
পাবনা মানসিক হাসপাতাল চত্বরে দালালচক্রের বিরুদ্ধে আজ সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন দালালকে হাতে-নাতে আটক করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।
আজ রোববার ২৯ জুন সকাল ৮টার দিকে পরিচালিত এ অভিযানে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি, ভুল তথ্য প্রদান ও অর্থ আদায়ের অভিযোগে দালালদের আটক করে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন পাবনা জেলার সদর থানাধীন কিসমত প্রতাপপুরের মনছের আলীর ছেলে জহুরুল ইসলাম, ইসলামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মানিক মন্ডল, একই এলাকার জামাল সেখের ছেলে হালিম,হেমায়েতপুর গ্রামের সামাদ সেখের ছেলে শফিকুল, শহিদের ছেলে সাবিব, মনজিলের ছেলে মুন্না, শহিদুলের ছেলে জুয়েল, কিসমত প্রতাপপুরের রফিক উদ্দিনের ছেলে মোকাররম হোসেন ও সোনাইচন্ডির ইসরাইলের ছেলে আলমগীর হোসেন।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন পাবনা জেলা পুলিশ হেমায়েতপুর ফাঁড়ির আইসি তারিকুল ইসলামের নেতৃত্বে একদল সদস্য এবং এনএসআই এর একটি চৌকস বাহিনী।
ভ্রাম্যমাণ আদালত শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন সাংবাদিকদের জানান, “হাসপাতালের পরিবেশ সুষ্ঠু ও রোগীদের হয়রানি মুক্ত রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাবনায় আইনের শাসন ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”