lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৮ জুন, ২০২৫
Last Updated 2025-06-28T11:58:15Z
ব্রেকিং নিউজ

আমতলী পৌরসভার ডোবা-নালা যেন, মশার আতুর ঘর: পৌরসভা কর্তৃপক্ষের মশা তাড়ানোর উদ্যোগ নেই

Advertisement


 

বরগুনা প্রতিবেদক:

আমতলী পৌরসভার শতাধিক ডোবা-নালা যেন, মশার আতুর ঘর। শহর জুড়ে ডোবা-নালায় ময়লা আবর্জনায় ভরে আছে। ঢোবার পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। মশা ও মাছির জন্ম হয়ে পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে। কিন্তু এ ডোবা-নালাগুলো পরিষ্কার করে মশা-মাছি নিধনে পৌরসভা কর্তৃপক্ষের কোন কার্যকর উদ্যোগ নেই। দ্রুত পৌর শহরের অর্ধলাখ মানুষকে মশার তান্ডব থেকে রক্ষায় ডোবা নালা পরিস্কারের  দাবী পৌরবাসীর। 


জানাগেছে, ১৯৯৮ সালে আমতলী পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই পৌর শহরের  ডোবা-নালা ময়লা আবর্জনায় ভরে একাকার হয়ে আছে। গত ২৭ বছরে পৌরসভা কর্তৃপক্ষ ওই ডোবা নালা পরিস্কারের কোন উদ্যোগ নেয়নি। পৌর কর্তৃপক্ষের উদাসিনতায় বছরের পর বছর ডোবা-নালাগুলো ময়লা আবর্জনায় ভরে আছে। ডোবার পঁচা পানি ও ময়লা আর্বজনায় পরিবেশ চরম আকার ধারন করছে। পঁচা দুর্গন্ধে মানুষের বসবাস করতে খুবই সমস্যা হচ্ছে।  


শনিবার বিকেলে আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, আমতলী উপজেলা নির্বাহী অফিসের চার পাশের লেক, এমইউ বালিক মাধ্যমিক বিদ্যালয় সামনের লেক, সবুজবাগ লেক, চাওড়া লেক, খোন্তাকাটা লেক, বকুলনেছা মহিলা কলেজ লেক, আমতলী সরকারী কলেজের লেকসহ শতাধিক ডোবা নালায় ময়লা আবর্জনায় ভরে আছে। ওই ডোবা-নালার পানি পঁচে দুর্গন্ধ পরিবেশ চরম আকার ধারণ করছে। বছরের পর বছর পরে থাকলেও এ ডোবা-নালা পরিস্কারের কোন উদ্যোগ নেই। 


মিঠাবাজার এলাকার বাসিন্দা সিদ্দিক মিয়া বলেন, ডোবা-নালা ময়লা আবর্জনায় ভরে গেলেও পৌরসভা কর্তৃপক্ষ তা অপসারনের উদ্যোগ নিচ্ছেন না। ডোবা-নালায় বড় বড় মশা জন্ম হচ্ছে। মশার তাড়নায় ঘরে টেকা দায়। 


সবুজবাগ এলাকার বাসিন্দা গোপাল মাঝি বলেন, ডোবার পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা  ও মাছি জন্ম হয়ে পরিবেশ চরম আকার ধারন করছে।


একই এলাকার বাসিন্দা অসিম মৃধা বলেন, ময়লায় প্রচুর মশা জন্ম হচ্ছে। ওই মশা রাতে বাসা বাড়ীতে হানা দিচ্ছে। মশার তাড়নায় ঘরে থাকা খুবই কষ্টকর। পৌরসভা কর্তৃপক্ষকে জানালেও তারা তা আমলে নিচ্ছেন না। 


খোন্তাকাটা এলাকার বাসিন্দা ইউসুফ আলী বলেন,  মশার যন্ত্রনায় ঘরে টেকা মুশকিন। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ মশা তাড়াতে কোন ব্যবস্থা নিচ্ছে না। দ্রæত মশা তাড়াতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি। 


আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, পরিত্যাক্ত ডোবা-নালাগুলো পরিষ্কার পরিছন্ন করে মশা নিধন করা হবে।  


আমতলী উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, মশা নিধনে ইতিমধ্যে ফগার মেশিন দিয়ে ধোয়া দেয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে ডোবা-নালা পরিস্কারে উদ্যোগ নেয়া হবে।