lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৮ জুন, ২০২৫
Last Updated 2025-06-28T11:52:00Z
বৃক্ষরোপন

ঝিকরগাছায় রাস্তার দুপাশে ১৫০টি তালের চারা রোপণ

Advertisement


 

জহিরুল ইসলাম,যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রাস্তার দুপাশে ১৫০টি তালের চারা রোপন করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার এর প্রস্তাবনায় ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম এর নির্দেশনায় এবং মো: রোকুনুজ্জামান উপসহকারী কৃষি কর্মকর্তা এর তত্বাবধানে ৫ নং পানিসারা ইউনিয়নের টাওরা হতে বর্ণি এর মধ্যবর্তী পাকা সড়কের দুই পাশে একশত পঞ্চাশ টি তালের চারা রোপন করা হয়। আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু কুমার পাঁড়ে এবং স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও কৃষকবৃন্দ।


উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান বলেন, উপজেলা কৃষি অফিসার স্যারের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবছরও আমরা ঝিকরগাছা উপজেলার বিভিন্ন স্থানে তালের চারা রোপন কার্যক্রম পরিচালনা করছি। তালের গাছের বহুবিদ উপকারিতা থাকায় আমরা প্রতিবছর তালের চারা রোপন করে থাকি যেমন- তাল গাছ রোপনের মাধ্যমে পরিবেশের অনেক উপকার সাধিত হয়। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাল গাছের কারণে পরিবেশের বিভিন্ন সমস্যা যেমন-ভূমিক্ষয়, ভূমিধস, বায়ুদূষণ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি, বৃষ্টিপাত বৃদ্ধি, বজ্রপাত থেকে রক্ষা, শব্দ দূষণ ও তাল গাছ রোপনের মাধ্যমে নান্দনিক ও দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি হয়।