lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৮ জুন, ২০২৫
Last Updated 2025-06-28T11:47:43Z
শিক্ষা

টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে পাবিপ্রবিতে মানবিক অনুষদের প্রথম জাতীয় সম্মেলন

Advertisement


 

আল আমিন হোসেন, পাবিপ্রবি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাসে একটি নতুন মাইলফলক যুক্ত হলো আজ শনিবার (২৮ জুন)। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত হলো প্রথম জাতীয় সম্মেলন— একাধিক চিন্তার স্রোতধারায় বয়ে যাওয়া এক বুদ্ধিবৃত্তিক উৎসব। সম্মেলনের প্রতিপাদ্য ছিল: "Towards a Sustainable Future: Economic Stability, Political Reforms and Socio-cultural Transformation in Bangladesh"।


বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের গ্যালারি-২-এ অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী।


সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান। ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম।


সাতটি বিশ্ববিদ্যালয় থেকে আগত ৮০ জন গবেষকসহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদ, ডিন, শিক্ষক ও গবেষণানুরাগীরা এই জ্ঞান-উৎসবে অংশগ্রহণ করেন।


উপাচার্য অধ্যাপক ড. আব্দুল-আওয়াল তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর এটাই মানবিক অনুষদের প্রথম জাতীয় সম্মেলন। এটি শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার সাহসী পদক্ষেপ।” তিনি আরও বলেন, “দেশে গত কয়েক দশকে টেকসই নেতৃত্বের অভাব ও অর্থনৈতিক দুর্বলতা আমাদের পিছিয়ে দিয়েছে। এখন প্রয়োজন উদ্ভাবনী চিন্তার বিকাশ ও সক্রিয় অংশগ্রহণ।”


প্রধান আলোচক অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, “বিশ্ব আজ দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে টিকে থাকতে হলে আমাদের চিন্তার কাঠামো ও কর্মপদ্ধতিতেও আমূল পরিবর্তন আনতে হবে। বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও অর্থনীতির সমন্বিত প্রয়াসেই টেকসই উন্নয়ন সম্ভব।”


অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “এই আয়োজন ভবিষ্যতের দিকনির্দেশনা দেবে— শুধু একাডেমিক পরিসরে নয়, জাতীয় নীতিনির্ধারণেও এর প্রভাব পড়বে।” কোষাধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান বলেন, “এই সম্মেলন ইনোভেশন এবং গবেষণামূলক চিন্তার এক চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা আন্তর্জাতিক সম্মেলনের দিকে অগ্রসর হব।”


অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাবাসসুম এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাবিহা আফরিন বাঁধন।


এই সম্মেলন শুধু আজকের আয়োজন নয়— বরং এটি পাবিপ্রবির গবেষণা ও একাডেমিক উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা। আশা করা যায়, এটি ভবিষ্যতের চিন্তাশীল বাংলাদেশ নির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।