lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২ মে, ২০২৫
Last Updated 2025-05-02T15:51:49Z
রাজনীতি

মাধবদীতে যুবলীগ নেতা ওয়ার্ড যুবদলের সেক্রেটারী

Advertisement


  


 মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদী মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের নব গঠিত কমিটিতে আওয়ামী যুবলীগের কর্মী দিয়ে গঠিত পকেট কমিটি বাতিল করে দলীয় ত্যাগী কর্মীদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবিতে কাঁঠালিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদল ও জনসাধারণের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২রা মে শুক্রবার দুপুরে আব্দুল্লাহকান্দী বাজারে। সংবাদ সম্মেলনে কাঁঠালিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম সবু বলেন, গত ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে যুব দলের ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কমিটির নাম ঘোষনা না করে দুই দিনের সময় নেয় উপস্থিত নেতৃবৃন্দ। পরবর্তীতে ১লা মে বৃহস্পতিবার রাতে পকেট কমিটি ঘোষনা করে, যাতে আওয়ামী যুবলীগের নেতা শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। এ বিষয়ে নব গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে কমিটি পুনর্গঠনের দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পদ বঞ্চিত সভাপতি প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি প্রার্থী সৈয়দ মোঃ সজল, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ হালিম সহ সাধারণ জনগণ।