Advertisement
বিশেষ প্রতিবেদক:
আমিনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে কিতাব -আবুল গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নাধীন দাতিয়া গ্রামে। ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে ভুক্তভোগী আবু তাহের ফটিক মোল্লার বাড়িতে এ সন্ত্রাসী কার্যক্রম চালায় কিতাব -আবুল গং।
জানা যায়, দাতিয়া গ্রামে ফটিক মোল্লার সাথে প্রতিবেশী আবুল দের জমি নিয়ে ঝামেলা চলছে দীর্ঘদিন। এ নিয়ে এলাকায় একাধিক বার মিমাংসা বৈঠক হলেও সমাধান আসে নি। এমনকি আদালতে পেনশন ও দখলসত্তের পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে। স্থানীয়রা জানান, ফটিক মোল্লার স্ত্রীর বোনের জমি তাদের কে না দিয়ে আবুল দের কাছে বিক্রি করে যা ফটিক মোল্লার দখলে। উক্ত জমি বিক্রয়ের বিরুদ্ধে আদালতে পেনশন মামলা দায়ের করেন ফটিক মোল্লা গং।
ফটিক মোল্লার পরিবারের দাবি, ২৮ অক্টোবর ( মঙ্গলবার) সকালে কিতাব- আবুলের নেতৃত্বে ৩০-৩৫ জনের স্বশস্ত্র বাহিনী ফটিক মোল্লা দের বাড়িতে হামলা করে তাদের ঘরবাড়ি ভাঙ্গচুর, মারধর ও লুটপাট চালায় (ভিডিও আিত্রে হামলা ও ভাঙ্গচুরের প্রমাণ পাওয়া যায়)। এসময় তারা ফটিক মোল্লার গহনা ও টাকা ভর্তি বাক্স লুট ও তার স্ত্রী ও মেয়ের নিকট থেকে গহণা ছিনিয়ে নেয় বলে তারা অভিযোগ করেন।
এবিষয়ে অভিযুক্তরা বলেন, আমরা আমাদের জমি দখল করেছি কোন লুটপাট করি নি।
আমিনপুর থানা পুলিশ জানান,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


