lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২ মে, ২০২৫
Last Updated 2025-05-02T13:32:17Z
গণমাধ্যম

সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা মুজিবুর রহমান চৌধুরীর মতবিনিময়

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার শ্রীমঙ্গলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শুক্রবার (২ মে) সকালে হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা শ্রমিকদলের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নূরে আলম সিদ্দিকি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দীন তাজু, পৌর বিএনপির আহবায়ক মো. শামীম আহমেদ, উপজেলা যুবদলের আহব্বায়ক মহিউদ্দীন ঝাড়ু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বাদশা মিয়া কাজল এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা এমএ রহিম, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. সুমন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, "জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। যারা দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থাসহ

আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পেশাদার সাংবাদিক যারা তাদের পেশা সাংবাদিকতা করা।  যে কোন জায়গায় মিছিল, মিটিং সমাবেশে সাংবাদিক যাবে কোন বাধা নেই। সাংবাদিক জাতির বিবেক। আমি দেশের মানুষের জন্য, সমাজের জন্য, মেহনতি মানুষের জন্য রাজনীতি করি। রাজনীতি কোন প্রভাব খাটানো, বাণিজ্য ও ব্যবসা করার জন্য আসি নাই। সাংবাদিকরা সমাজ, দেশ ও জাতির কল্যাণে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবে। যদি দলীয় প্রভাবে বিএনপির প্রভাব দেখিয়ে সাংবাদিককে হামলা মামলা, হুমকি-ধামকি দেয়া হয় তবে যারা এসব করবে তাদের ব্যাপারে যথাযথভাবে দলীয় ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নমূলক কাজের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।"