lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-30T11:47:28Z
জাতীয়

সাঁথিয়া'য় নির্মাণের দুই বছর অতিবাহিত না হতেই ধ্বসে পড়েছে কালভার্টের সংযোগ সড়ক

Advertisement


 


নিজস্ব প্রতিবেদক:

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের  শহীদনগর ইস্তারের বাড়ীর সামনে নির্মিত ১১ মিটার কালভার্ট  নির্মাণের দুই বছর অতিবাহিত না হতেই ভেঙে পড়েছে দুপাশের সংযোগ সড়ক। ব্রিজটি এখন গ্রামবাসীর উপকার বা সুবিধার পরিবর্তে আতংকিত করে তুলেছে বসবাসকারীদের। ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতুও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ৪০ লক্ষ ৫০ হাজার ৭১১ টাকা ব্যয়ে ১১ মিটার কালভার্ট নির্মাণ করে  বন্ধন কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মো: মোখলেছ। 


স্থানীয়দের দাবি, নির্মাণের সময় কালভার্ট ও সংযোগ সড়কে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। এমনকি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কালভার্ট ও সংযোগ সড়ক নির্মাণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফিলতিকে দায়ী করেন তারা।তারা বলেন,নির্মাণের মাত্র দুই বছরের মধ্যেই সংযোগ সড়ক ধ্বসে যাওয়ায় কালভার্ট টি আমাদের কোন উপকারে আসছে না।আমরা কয়েকটি পরিবারের জনগণ দুর্ভোগে রয়েছি। অনতিবিলম্বে ধ্বসে যাওয়া সংযোগ সড়ক মেরামতের দাবি জানান তারা। 


এবিষয়ে বন্ধন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো: মোখলেছ এর  বক্তব্য পাওয়া যায় নি। তবে তার ভাই পরিচয় দিয়ে সাংবাদিক সুমন নামে একজন বলেন,  ঠিকাদার আমার আপন ভাই। ঐ কাজের বিল এখনো পাওয়া যায় নি। কাজে যদি কোন সমস্যা হয় তাহলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ডাকলে আমরা কাজ করে দিব।


এবিষয়ে সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুলতান হোসেন  বলেন,ঠিকাদারের জামানত আছে জামানতের টাকা দিয়ে কাজ করে নেওয়া হবে।