Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের দ্বিতীয় তলায় অবস্থিত কলার বাজার থেকে একটি বিষধর পিট ভাইপার (সবুজ বোড়া) সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) রাত আনুমানিক ৯টার দিকে সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।
জানা যায়, বুধবার রাতে কলার বাজারের ভেতরে সাপটি দেখা গেলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কিত ব্যবসায়ীরা মোবাইল ফোনে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে জানালে তিনি বাজারে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এ ব্যাপারে স্বপন দেব সজল বলেন, ‘উদ্ধার করা সাপটি পিট ভাইপার প্রজাতির। এটি বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। মানুষের দ্রæত পদক্ষেপ ও সচেতনতার কারনে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আমাদের উচিত বন্যপ্রাণীদের প্রতি সহনশীল ও সচেতন আচরণ করা। প্রকৃৃতির ভারসাম্য রক্ষায় এসব প্রাণীর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমি বাজারের লোকজনের মাধ্যমে খবর পেয়ে পিট ভাইপার সাপটি নিরাপদে উদ্ধার করে নিয়ে আসি। পরে এটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’