lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
Last Updated 2025-05-08T06:33:20Z
শিক্ষা

প্রাথমিক শিক্ষাপদকে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন শ্রীমঙ্গলের ইনাম উল্লা খাঁন

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

প্রাথমিক শিক্ষাপদক ২০২৪-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইনাম উল্লা খাঁন। বুধবার (৭ মে) বিকেলে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষাপদক বাছাই কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এবং কমিটির সদস্যসচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে মো. ইনাম উল্লা খাঁনকে জাতীয় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ঘোষণা করেছেন। 

২০২৪ সালের প্রাথমিক শিক্ষাপদকে ১৪টি ক্যাটাগরির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মো. ইনাম উল্লা খাঁন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রংপুর বিভাগের নিলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহেনেওয়াজ শাহ এবং বরিশাল বিভাগের বরিশষাল জেলার বাবুগঞ্জ উপজেলার ১৫নং চর উত্তর ভুতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন সরদার। মৌলভীবাজার জেলা থেকে একমাত্র মো. ইনাম উল্লা খাঁন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। 

এ ব্যাপারে বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেব জীবন বলেন, ‘ইনাম উল্লা খাঁনের এ অর্জন প্রাথমিক শিক্ষা পরিবারসহ পুরো শ্রীমঙ্গলবাসীর অর্জন। এটি অত্যন্ত গৌরবের।’