lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
Last Updated 2025-12-23T14:34:55Z
আইন ও আদালত

আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Advertisement


 

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারতে নদীর পাশ থেকে অবৈধভাবে স্কেভেটর দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছে। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ওই জরিমানা প্রদান করেন। 


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলার ধামোর ইউনিয়নের নাগর নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমতি ছাড়া নদীর তীরবর্তী স্থান থেকে স্কেভেটরের মাধ্যমে বালু উত্তোলন করতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনের সঙ্গে জড়িত স্কেভেটরের মালিক মোঃ ইসমাইল হোসেনকে (৪০)  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা ভঙ্গে উক্ত আইনে ১৫ ধারাদন্ড অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ইসমাইল হোসেন পঞ্চগড় সদর উপজেলার আমলাহার ইউনিয়নের ইব্রাহিমের ছেলে। 


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে নদীর তীরবর্তী এলাকায় বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।