lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
Last Updated 2025-12-20T12:22:52Z
জাতীয়

আটোয়ারীতে রাষ্ট্রীয় শোক দিবসের অমর্যাদা, পতাকা উত্তোলন করেনি অনেক প্রতিষ্ঠান

Advertisement


 

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ জুলাই বিপ্লবের সম্মুখ সারীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক দিবস পঞ্চগড়ের আটোয়ারীতে চরমভাবে উপেক্ষিত হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও আটোয়ারীতে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে কোনো পতাকা উত্তোলনই করা হয়নি। তাদের এমন উদাসীনতায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।


শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অধিকাংশ অফিস ছিল পতাকাহীন। এর মধ্যে উল্লেখযোগ্য- 'ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, আটোয়ারী সাব জোনাল অফিস, এসকেএস (SKS) ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, গাক, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), আশ্রয় ও উদ্দীপন' এনজিও গুলো কেউই জাতীয় শোক দিবস পালন তো দূরের কথা পতাকা উত্তোলনই করেনি। 


গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিবাদী তারুণ্যের প্রতীক শরিফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সরকার ২০ ডিসেম্বর শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। প্রজ্ঞাপনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছিল।


এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, আমি নির্বাচনের জন্য ঢাকায় ট্রেনিংয়ে এসেছি। যেসব ব্যাংক ব এনজিও প্রতিষ্ঠান শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেনি তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি নিশ্চিত করেছেন।