lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
Last Updated 2025-12-23T14:37:55Z
রাজনীতি

কর্মীদের ষোলআনা বিএনপি হতে হবে- আটোয়ারীতে নওশাদ জমির

Advertisement


 

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 'আমাদের বিএনপির দরজা সব সময়ের জন্য খোলা। কিন্তু বিএনপি মানে বিএনপি'ই হতে হবে। বিএনপি মানে অর্ধেক বিএনপি না। বিএনপি মানে ধারওয়ালা বিএনপি না। বিএনপি মানে ষোলআনা বিএনপি হতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মহিলা কলেজ সংলগ্ন সুফী মিলে আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। 


তিনি বলেন, আমরা বিএনপি করি তার নামে আমাদের শতভাগ দিয়ে বিএনপি করতে হবে। আমরা শহীদ জিয়ার বিএনপি, আমরা বেগম খালেদা জিয়ার বিএনপি, আমরা তারেক রহমানের বিএনপি, আমরা মির্জা গোলাম হাফিজের বিএনপি এবং ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের বিএনপি। যদি কেউ বিএনপির জন্য শতভাগ হয়ে তাহলে তার জন্য বিএনপি দরজা সব সময়ই খোলা। 


তিনি আরো বলেন, কেউ কেউ নাকি বলে বিএনপি ১২ ফেব্রুয়ারীর পর ছুটি নিবে৷ কিন্তু না! ১২ ফেব্রুয়ারীর পর বিএনপির আসল কাজ শুরু। ১২ ফেব্রুয়ারীর পর আমাদের দেশ সংস্থার শুরু। নির্বাচনের পর সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি। 


এসময় উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রহমান আব্দার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কুদরত-ই খুদা, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামাল মানিক, বাবুল হোসেন, কৃষক দলের আহবায়ক মোকছেদ আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, ছাত্রদলের আহবায়ক রাসেল, সদস্য সচিব বজলার রহমান সুমন সহ ছয় ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।