Advertisement
আকন্দ সোহাগ,জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, জামালপুর এর আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষনের আয়েজন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন অঞ্চলের ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ.খা.ম মোর্শেদুর রহমান। এসময় প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন,আগামী ১২ মে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষার বক্ষপুত্র মাদারগঞ্জ উপজেলায় ৩ দিনের জন্য অবস্থান করে কৃষকের মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ড প্রদান করবে। তিনি আরো বলেন,মাটি পরীক্ষা করে সার প্রদান করলে প্রচলিত পদ্ধতির চেয়ে ২০-২৫ ভাগ বেশী ফলন বৃদ্ধি পায়।
এসময় বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট পিএসও ড.মোঃ হাবিবুর রহমান ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


