lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
Last Updated 2025-05-08T10:43:40Z
ব্রেকিং নিউজ

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে অভিনব প্রতিবাদ

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে কালো ব্যানার নিয়ে সমাবেশ ও কালো কেক কেটে অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীবৃন্দ। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১১টায় শহরের চৌমুহনা চত্বরে “স্বৈরাচারী নেতা জিন্দাবাদ-স্বেচ্ছাচারীতা অমর হোক’; গঠনতন্ত্র লঙ্ঘন ও স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উদযাপন (২০১৭-২০২৫)” লেখা কালো কাপড়ের তৈরি ব্যানার নিয়ে সমাবেশ ও কালো কেক কাটা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ, ফখরুল আহমেদ, রফিকুল ইসলাম, শাহাদত হোসেন, রাফি আহমদ, রিপন মিয়া, বেলাল আহমদ প্রমুখ। পরে র‌্যালি করে উপজেলা পরিষদে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।  

সমাবেশে বক্তারা বলেন, ‘২০১৭ সালে তিন বছরের জন্য শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়েছিল। ওই তিন বছরের কমিটি আরো পাঁচ বছর কাটিয়ে দিয়েছে। আমরা সমিতির সাধারণ সদস্যবৃন্দ দীর্ঘ পাঁচ বছর যাবত সরাসরি ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আর্শীবাদপুষ্ট ২০১৭ সালের কমিটি ইতোমধ্যে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে। সাধারণ সদস্যদের মতামত অগ্রাহ্য করে ২০১৭ সালে নির্বাচিত ব্যবসায়ী নেতারা পাঁচ বছরের বেশি সময় ধরে নির্বাচন না দিয়ে সমিতির পদ আকঁড়ে রয়েছেন। ২০১৭ সালের মে মাসে সর্বশেষ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোন নির্বাচন দেয়া হচ্ছে না। হরণ করা হচ্ছে ভোটারদের ভোটাধিকার। এরইমধ্যে আমরা সাধারণ ব্যবসায়ীরা মানববন্ধন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদানের পরও কোন কাজ হয়নি। আমরা শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতিকে আরও গতিশীল করতে অনতিবিলম্বে ২০১০ সালের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাই।’

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া বলেন, ‘২০১৭ সালে নির্বাচনের মাধ্যমে তিন বছর মেয়াদে সমিতির কমিটি গঠন করা হয়েছিল। মেয়াদের বাইরে আরও কয়েক বছর চলে যাওয়ার পরও আমরা নির্বাচন দিতে পারিনি এটা আসলেই লজ্জার। আমাদের ব্যবসায়ী সমিতির সব উপদেষ্টা এখন পলাতক রয়েছেন। তবে আমরা নির্বাচনের জন্য ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) সাহেবের সাথে যোগাযোগ করেছি এবং ইউএনও অফিসে কাগজপত্র জমা দিয়েছি। আশা করি দ্রæততম সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কার্যক্রম চালাতে পারবো।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘কয়েক মাস আগে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কয়েকজন সদস্য আমার সাথে দেখা করে নির্বাচনের বিষয়টি জানিয়েছিলেন। বর্তমান কমিটির নেতৃবৃন্দরাও এ বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছেন। তবে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনো আলোচনা ও সিদ্ধান্ত হয়নি।’