lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
Last Updated 2025-05-08T11:44:48Z
প্রশিক্ষণ কর্মশালা

শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ

Advertisement


 


পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ০৭ ও ০৮ মে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের ৪০ জন নারী সদস্যদের ২ দিন ব্যাপী এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ৮ মে বিকাল ৪টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

 উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা। 

এনগেজ প্রকল্পের নারীর সদস্য সাবিনা খাতুন এবং দীপ্তা মন্ডল ও এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নীলিমা রানী এই উক্ত প্রশিক্ষণ প্রশিক্ষকের ভূমিকা পালন করেন। 

 নারী সদস্য স্বপ্না বেগম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি সমাজে বা পরিবারে কিভাবে নিজের অধিকার, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অধিকার নিয়ে কাজ করব সেটা শিখতে পেরেছেন। 

অন্য একজন নারী সদস্য সুপ্রভাত জোয়াদ্দার বলেন, নারী অধিকার, এ্যাডভোকেসির ধাপ এডভোকেসি সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। অধিকার প্রতিষ্ঠা করতে এই জ্ঞান কাজে লাগবে। নারীদের নিয়ে এমন ব্যতিক্রমী প্রশিক্ষণের আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।