Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে আহত ৯২ জনকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা প্রশাসক হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে এ অনুধানের চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমেদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী আলী আব্বাস শাহিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘আমরা যাদের নাম যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম এবং যাদেরকে গেজেট তালিকাভূক্ত করা হয়েছে তাদেরকে এ অনুদানটা দেওয়া হচ্ছে। আমরা আরো কয়েক জনের তালিকা পাঠিয়েছি। আশা করি গেজেট হলে তাদেরকেও আর্থিক সম্মাননা দেওয়া হবে।’