Advertisement
মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা কর্তৃক বিগতো বন্যায় ক্ষতিগ্রস্থ কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় ৫০০পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্রতিটি ফুড প্যাকেজে ১০ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি ডাল,১ কেজি চিনি,৩ কেজি পেয়াজ,২ লিটার তেল,১ কেজি লবন,১ কেজি ছোলা সহ সর্বমোট ২৫ কেজির খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান,রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: আনিছুর রহমান লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাজারহাট উপজেলার ৭ টি ইউনিয়নের মোট ৫০০ টি পরিবারের মাঝে তারা তাদের এ বিতরণ কার্যক্রম চালায়।পবিত্র কুরবানির ঈদকে সামনে রেখে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সমাজের সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে।
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা একটি আন্তর্জাতিক বেসরকারী সাহায্য সংস্থা। ২০০৭ সালে উক্ত সংস্থার বাংলাদেশকান্ট্রি অফিস প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংস্থা এতিম শিশু প্রতিপালন,শিক্ষা ব্যয় বহনে অক্ষম এতিম,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হোম বেইজড এডুকেশন সাপোর্ট প্রদান,বস্তির ঝরে পড়া শিশুদের প্রি-প্রাইমারী স্কুলের মাধ্যমে শিক্ষাপ্রদান করে শিক্ষার মূল স্রোতে পরিচালনা করা,বস্তির অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধবিতরণ,নারীর ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নে সহায়ক সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদান,বিশুদ্ধ ও নিরাপদ সুপেয়পানির ব্যবস্থা,শীত বস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে জরুরী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সহ নানান গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক সহযোগিতা মূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে।