lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-29T12:10:27Z
অনিয়ম ও দুর্নীতি

দুর্গাপুরে রাস্তার কাজে অনিয়ম: সংরক্ষিত নারী সদস্য রুপালী খাতুনকে শোকজ

Advertisement


 


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকান্দী গ্রামে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রুপালী খাতুনকে শোকজ করেছে উপজেলা প্রশাসন।


২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় প্রাপ্ত প্রায় সাত লাখ টাকার ‘দাওকান্দী মিনুর বাড়ি থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার ও সিসিকরণ’ প্রকল্পের কাজ চলাকালে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সরেজমিন পরিদর্শনকালে রাস্তায় ব্যবহৃত ইটসহ অন্যান্য সামগ্রী নিম্নমানের দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে সব ইট অপসারণের নির্দেশ দেন। একইসঙ্গে প্রকল্প সভাপতি হিসেবে দায়িত্বরত রুপালী খাতুনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়।


শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, “প্রকল্পের কাজে নিম্নমানের মালামাল সামগ্রী ব্যবহার করার কারণে কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।”


এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন,“সরকারি অর্থে বাস্তবায়িত কোনো উন্নয়নকাজে অনিয়ম পাওয়া গেলে আমরা দ্রুত এবং কঠোর ব্যবস্থা নিই। দাওকান্দী গ্রামের রাস্তার প্রকল্পেও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। তাঁর জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


এর আগে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কাজটিতে ১ নম্বর ইটের পরিবর্তে কম দামে কেনা ২ ও ৩ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ করে পুনরায় সঠিকভাবে শুরু করার নির্দেশনা দেওয়া হয়।