lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-03T15:23:44Z
অপরাধ

বাউফলে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম, ১৪ দিন পর গ্রেফতার-২!

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম,পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদরকে কুপিয়ে জখমের ঘটনায় ১৪ দিন পর মামলা হয়েছে। 

রবিবার(২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। 

এ মামলায় মোঃ জাফর (৩৭) ও শামীম (৩২) নামে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় এমপি আ স ম ফিরোজ এর ভাতিজা এস এম ফয়সাল আহম্মেদ ওরফে মনির হোসেন মোল্লাকে ওই মামলায় ১ নং এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লাকে ২ নং আসামি করা হয়েছে। মামলায় মোট ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ এর অনুসারী। 

উল্লেখ্য, গত ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে হামলা চালিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় আরও ২০-২৫ জন কর্মী আহত হন বলে দাবি করা হয়। আবদুল মোতালেব হাওলাদার বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনার ১৪ দিন পর মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি এ টি এম আরিচুল হক। তিনি বাংলাদেশ প্রকাশকে বলেন, ‘অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।