Advertisement
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মাদারগঞ্জের শত বছরের ঐহিত্যবাহী বালিজুড়ি ইসলামি ঈদ মেলা এবার বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠের পরিবর্তে হবে গাবেরগ্রাম হাওয়াই রোড সংলগ্ন প্রস্তাবিত মির্জা গোলাম মোস্তফা স্টেডিয়াম মাঠে। একই সাথে মেলাটির নাম পরিবর্তন করে মাদারগঞ্জ পৌর ঈদ মেলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী মির্জা গোলাম মওলা সোহেল। তিনি বলেন,বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে মেলা হওয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপাড়ার বিগ্ন সৃষ্টি হত। এছাড়াও জায়গায় সংকট হওয়ায় আমরা চাহিদা মত স্টল বরাদ্দ দিতে পারতাম না। বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর - ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম মহাদয়কে অবহিত করলে তিনি এ নির্দেশনা দেন। তাই সে মোতাবেক আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। প্রস্তাবিত মির্জা গোলাম মোস্তফা স্টেডিয়াম মাঠে একটি বিশাল মাঠ তাই চাহিদামত স্টল বরাদ্দ দেওয়া যাবে। এতে মেলা আরো জাকজমক হবে। মাদারগঞ্জ পৌরসভার মেয়র ও মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মির্জা গোলাম কিবরিয়া কবির বলেন,প্রস্তাবিত মির্জা গোলাম মোস্তফা স্টেডিয়াম মাঠে মেলা অতীতের চেয়ে আরো জাকজমক হবে। ইতোমধ্যে আমরা প্রস্তুতি গ্রহন করেছি। স্টল বরাদ্দ চলছে। মেলা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে সেই সাথে মাদারগঞ্জবাসীসহ পুরো জামালপুরবাসীকে মেলা দেখার আমন্ত্রণ ও জানান মির্জা গোলাম কিবরিয়া কবির।


