lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-03T15:27:55Z
অপরাধ

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা ও নগ্ন ছবি-ভিডিও ধারণ করে হুমকির কারণে স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা

Advertisement

মোঃ মজিবর রহমান শেখ:

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী বশভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তারুল ইসলামের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা ও নগ্ন ছবি-ভিডিও ধারণ করে হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়। ২ এপ্রিল রোববার ঐ ছাত্রী (২১)’র পিতা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মুক্তারুল পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কোঠাপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দীনের ছেলে।  মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বশভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ও সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রীর সাথে মুক্তারুল পূর্ব পরিচিত। গত ২০ মার্চ মুক্তারুল ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া (বড় মাঠ) এর পাশে ঐ ছাত্রীকে আটক করে জোরপূর্বক অপহরনের হুমকি দিয়ে মটরসাইকেলে উঠতে বলেন। পরে মটরসাইকেলযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার একটি পার্কে নিয়ে সেখানে ভয়-ভীতি দেখিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতাহাতি ও যৌন নিপীড়ন করে মোবাইলে ভিডিও ধারন করে। ঐ দিনই বিকেলে মুক্তারুল ঐ ছাত্রীকে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ব্রিজের পাশে আটক করে। এ সময় উক্ত ঘটনার কথা কাউকে না জানানোর জন্য চাপ প্রয়োগ করে। বিষয়টি কাউকে জানালে মোবাইলে ধারণকৃত নগ্ন ছবি-ভিডিও ভাইরালের ভয় দেখায়। পরে বিষয়টি সহ্য করতে না পেরে ঐ কলেজছাত্রী বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ৩ এপ্রিল সোমবার পর্যন্ত পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি।