Advertisement
হৃদয় হোসেন নিরব:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ নভেম্বর সকাল ১১ টায় জেলা শহরের জেলাপাড়া মাঠ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল।
র্যালির অগ্রভাগে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা সুশৃঙ্খল সারিবদ্ধ হয়ে অংশ নেন। র্যালি শেষে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনে সেনা-জনতার ঐক্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পবনা জেলার সদস্য মাসুম হাসান পান্নু শেখ ও তারেক জিয়া পরিষদের পাবনা সদর উপজেলা সদস্য আসুব্বার হোসেন জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন বেলাল হোসেন দোগাছী ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক ও দোগাছি ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব ইসরাইল হোসেন।
আলোচনা সভায় উপস্থিতঃ ছিলেন পাবনা ৫ আসনের ধানের শীষের কান্ডারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস , প্রধান সমন্বয়ক জাতীয় শ্রমিক দল। শিমুল বলেন, জনগণই দেশের শক্তি। গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় জনগণের ঐক্য অপরিহার্য।
বক্তারা দাবি করেন, বর্তমান সময়েও জাতীয় সংহতির প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশের সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
র্যালি ও আলোচনা সভায় শেষ পর্যন্ত স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকায়।


