lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-22T17:12:35Z
আইন ও আদালত

ফরিদপুর ও সাঁথিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযান: ৪০লক্ষ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

Advertisement


 

   

আলমগীর হুসাইন অর্থ:

পাবনার ফরিদপুর ও সাঁথিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪০লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ পূর্বক পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ২২ অক্টোবর (বুধবার) ফরিদপুর উপজেলার ডেমরা ও সাঁথিয়া উপজেলার রূপসী এলাকার ৫ টি চায়না দুয়ারী জালের কারখানায় পরিচালিত এ অভিযানে প্রায় ৫৬ হাজার মিটার জাল (বাজার মুল্য প্রায় ৪০ লক্ষ টাকা)  জব্দ করেন ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সানাউল মোর্শেদ ও সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আসিফ রায়হান। 


অভিযানকালে  উপস্থিত ছিলেন  ফরিদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, সাঁথিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা শামসুর রহমান, নাজির মোঃ জমির উদ্দিন সরকার, সেনাবাহিনী,  ফরিদপুর ও সাঁথিয়া উপজেলা থানা পুলিশ।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল মোর্শেদ বলেন, দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।