Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরীতে রাস্তার জমি নিয়ে মোজাফফর হোসেন এবং শেখ ফরিদ গংদের বিরোধের জেরে গত ২৩আগস্ট সকালে মোসলেমের ভাতিজি খুশি আক্তার রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে শেখ ফরিদের স্ত্রী বিলকিছ বেগম তাকে মারধর করেন ও তার চিৎকারে চাচা মোসলেম উদ্দিন এগিয়ে গেলে শেখ ফরিদ, বেলাল হোসেন ও আলমগীর হোসেনের পরিবার পরিকল্পিতভাবে লাঠি দিয়ে মোসলেমের মাথায় আঘাত করে এবং গত ২৪আগস্ট সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মোসলেম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সরেজমিন ও মামলা সূত্রে জানাগেছে, নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নতুন গোবর্ধনের কুটি (কান্দুরেরহাট) গ্রামের মোজাফফর হোসেনের বাড়ী সংলগ্ন প্রতিবেশী মোজাম্মেল হক রাস্তার ১শতক জমি শেখ ফরিদের কাছে ক্রায়ের কারনে পরিকল্পিতভাবে নিহতের পরিবার ক্ষিপ্ত হয়ে ২৪আগস্ট অনুমানিক রাত ১০টায় নির্দোষ মোজাম্মেল হক, আব্দুস সালাম, রাহিমুল ইসলাম, রবিউল ইসলাম ও রোকেয়া বেগমকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেশীয় অস্ত্র মুখে জিম্মি করে মোজাম্মেল হকের বসতবাড়ির ৫টি ঘরের তালা ভেঙে আসবাবপত্র, বস্ত্র, স্বর্ণ অলংকার, ধান, চাল, জমির কাগজপত্রসহ সবকিছু মিলে প্রায় ২০লাখ ৭হাজার টাকার মালামাল প্রকাশ্যই লুটপাট করে নিয়ে যান নিহতের পরিবার রবিউল ইসলাম, মোজাফফর, হাজর উদ্দিন, শাহাজুল, নজরুল ইসলামসহ ১২জনের একটি সঙ্ঘবদ্ধ চক্র। অপরদিকে হত্যা মামলার সাথে জ্বড়িত না থাকার পরেও মোজাম্মেল হক, আব্দুস সালাম, রাহিমুল ইসলাম, রবিউল ইসলাম ও রোকেয়া বেগম পরিবার নিয়ে অনত্র থেকে মানবেতর জীবনযাপন করছেন। পরে মোজাম্মেল হকের কন্যা মমতাজ বেগম বাদী হয়ে রবিউল ইসলাম, মোজাফ্ফর, হাজর উদ্দিন, সাহাজুলসহ ১২জন আসামী করে কুড়িগ্রাম বিজ্ঞ আমলী আদালতে একটি লুটপাট মামলা করেন। যার নম্বর পিটিশন নং-২০২, তারিখ ২১সেপ্টেম্বর ২৫খ্রি:।
লুটপাট মামলার স্বাক্ষী মমেনা বেওয়া, রিতা খাতুন, এরিনা খাতুন ও খোরশেদ আলী বলেন, মোজাম্মেল হক রাস্তার ১শতক জমি প্রতিবেশী শেখ ফরিদের কাছে কেনার কারনে নিহত মোসলেমের পরিবার মোজাম্মেল হক, আব্দুস সালাম, রাহিমুল ইসলাম, রবিউল ইসলাম ও রোকেয়া বেগমকে হত্যা মামলায় ফাঁসিয়ে মোজাম্মেলের বসতবাড়ির ৫টি ঘরের তালা ভেঙে আসবাবপত্র, বস্ত্র, স্বর্ণ অলংকার, ধান, চাল, জমির কাগজপত্র লুটপাট করেন নিহতের পরিবার রবিউল ইসলাম, মোজাফফর, হাজর উদ্দিন, শাহাজুল, নজরুল ইসলামসহ ১২জন।
লুটপাট মামলার বাদী মমতাজ বেগম বলেন, নিহত মোসলেমের পরিবার অন্যায়ভাবে আমার পরিবারের বাবা মোজাম্মেল হকসহ ৫কনকে হত্যা মামলায় ফাঁসিয়ে আমাদের বসতবাড়ির ৫টি ঘরের তালা ভেঙে আসবাবপত্র, বস্ত্র, স্বর্ণ অলংকার, ধান, চাল, জমির কাগজপত্র প্রায় ২০লাখ ৭হাজার টাকার মালামাল লুটপাট করেন নিহতের পরিবার রবিউল ইসলাম, মোজাফফর, হাজর উদ্দিন, শাহাজুল, নজরুল ইসলামসহ ১২জন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, আদালত থেকে লুটপাট মামলার কাগজ পেয়েছি। তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।