Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাঁথিয়ায় উপজেলার কাশিনাথপুর খান মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে উক্ত মার্কেটের ৬ জন ব্যবসায়ী ও মার্কেট মালিকের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা হলেন খান ফার্নিচার ১৭ লক্ষ টাকা, বিরানি হাউজ ৪ লক্ষ ৫০ হাজার টাকা, মান্নান সিলভার স্টোর ৫ লক্ষ টাকা, আলম ফার্নিচার ১ লক্ষ ৪০ হাজার টাকা, রহিম ফার্নিচার ১ লক্ষ ২০ হাজার টাকা, সাকিব ফার্নিচার ৯০ হাজার টাকা ও মার্কেট মালিক ২০ লক্ষ টাকা।
এমনকি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর লাইনম্যানের অদক্ষতা, অসাবধানতা ও গাফিলতির কারণে অগ্নিকান্ডের সুত্রপাত দাবি করে পল্লী বিদ্যুৎ সমিতির নিকট তাদের ক্ষতিপূরণ চান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
খান মার্কেটের ফার্নিচার ব্যবসায়ী আলমগীর হুসাইন আলম বলেন, অগ্নিকান্ডের সময় আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান বৈদ্যুতিক খুঁটিতে কাজ করছিল।এমন সময় হঠাৎ করে মার্কেটে আগুন লেগে গেলে বৈদ্যুতিক খুঁটি থেকে নেমে তিনি পালিয়ে যায়। এই অগ্নিকান্ডের জন্য সম্পুর্ন অবস্থায় লাইনম্যান দায়ী।
খান মার্কেটের সিলভারের ফার্নিচার ব্যবসায়ী মান্নান বলেন, একজন অদক্ষ লাইনম্যানের গাফলতিতে আমরা কয়েকজন ব্যবসায়ী নিঃস্ব প্রায়।
খান মার্কেটের স্বত্বাধিকার শফিকুল ইসলাম টিটুল বলেন, অগ্নিকাণ্ডের সময় আমি এখানে ছিলাম না। উপস্থিত ব্যবসায়ীরা দেখেছেন পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান কাজ করার সময় অগ্নিকাণ্ড ঘটেছে। মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে একাত্মতা প্রকাশ করে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির নিকট ক্ষতিপূরণ দাবি করছি।
এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর জেনারেল ম্যানেজার (জিএম) আহমদ শাহ আল - জাবের বলেন, অগ্নিকান্ড সংঘটিত হওয়ার কারণ আমি জানতাম না।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমার অফিসে এসেছিল। তাদের দাবির প্রেক্ষিতে অগ্নিকান্ডের সুত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনা পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।