lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-19T14:52:08Z
ব্রেকিং নিউজ

গাজীপুরে সার ডিলারদের নীতিমালা বহাল ও কমিশন বাড়াতে স্মারকলিপি

Advertisement


 


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সার ডিলাররা বিদ্যমান সার নীতিমালা- ২০০৯ বহাল ও সার বিক্রির কমিশন যৌক্তিক পর্যায়ে বাড়ানোর দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। 


রোববার সকাল এগারোটায় জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।


গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সভাপতি হাজ্বি মো. আঃ কাদির মিয়া এবং সাধারণ সম্পাদক মো. মাসুম সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক সার ডিলার সমবেত হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন। 


বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন খাদ্য উৎপাদন তথা কৃষির সার্বিক উন্নতির লক্ষ্যে সার নির্ভর বাংলাদেশে রাসায়নিক সারের সুষ্ঠু উৎপাদন, আমদানি, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা তথা কৃষির উন্নয়নে ১৯৯৪ সাল থেকে প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। দীর্ঘ তিন দশক যাবৎ এ সংগঠনটি সরকারের কৃষি শিল্প ও বানিজ্য মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে দেশব্যাপী ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সুশৃঙ্খল ভাবে কৃষকদের সার বিতরণ করে আসছে। বিগত দিনে গাজীপুরসহ সারাদেশে সার বিতরণে কোনো ধরনের সংকট সৃষ্টি হয় নি। বর্তমান সরকার বিদ্যমান নীতিমালা- ২০০৯ পরিবর্তন করেছে। এতে সংশ্লিষ্ট সকল সার ডিলাররা হতাশ হয়েছেন। 


গাজীপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার বলেন, বাস্তবতার আলোকে নীতিমালা পরিবর্তন করতে হলে অংশীজনের সাথে আলোচনা করে তা করতে হবে। তাই সার ডিলারদের দাবি বিদ্যমান নীতিমালা বজায় রেখে তাদের ব্যবসায়িক কমিশন বাড়াতে হবে।


স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মো. মোশারফ হোসেন ফকির, নারায়ন চন্দ্র বণিক, আব্দুল মান্নান, শামসুল আলম প্রমুখ।


উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সারবিষয়ক জাতীয় কমিটির সভায় সার পরিবেশক, নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ অনুমোদন করা হয়। যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।