Advertisement
নিজস্ব প্রতিবেদক:
সাঁথিয়া'য় সাবেক কাউন্সিলর কর্তৃক অসহায় প্রতিবন্ধী'র ভাতার টাকা প্রতারণার মাধ্যমে নিজের নগদ একাউন্টে নিয়ে তা আত্মসাত করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ও অভিযুক্ত সাঁথিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর রকিবুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে জরিমানা প্রদান করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। বুধবার (২২ অক্টোবর) বেলা ১২ টার দিকে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্তকে ৩০ হাজার জরিমানা ও আত্মসাৎকৃত অর্থ আদায় পূর্বক ভুক্তভোগী প্রতিবন্ধী রাফিয়ার মা রুকসানা খাতুন কে হস্তান্তর করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। এ সময় অভিযুক্ত রকিবুল ইসলামের নিকট থেকে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা গ্রহণ ও তিরস্কার করা হয়।
জানা যায়, প্রতিবন্ধী রাফিয়ার ভাতা' র জন্য তার পরিবারের পক্ষ থেকে ১৬ মে ২০২৪ তারিখে সাঁথিয়া উপজেলা সমাজ সেবা অফিসে আবেদন করা হয়। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই পূর্বক প্রতিবন্ধী শিশু রাফিয়া কে উপকারভোগী হিসাবে অধিভুক্ত করা হয় যার আইডি নম্বর ৩৭৬০০৪৯৮৪১। ভাতা তালিকায় শিশু রাফিয়ার নাম অধিভুক্ত হওয়ার তথ্য পেয়ে সাঁথিয়া পৌরসভার ০৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রকিবুল ইসলাম তাদের সাহায্য করার কথা বলে কৌশলে নিজের মোবাইল নাম্বার (নগদ হিসাব) বসিয়ে নেয়। এমনকি উক্ত নগদ নাম্বার ০১৭৬৬-৩৫৩২১৬ নাম্বারে প্রতিবন্ধী ভাতার ৫০০০ টাকা প্রবেশ করলে তা আত্মসাত করেন।বিষয়টি বুঝতে পেরে প্রতিবন্ধী রাফিয়ার মা রুকসানা খাতুন অভিযুক্ত রকিবুল ইসলামের বিচারের দাবিতে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না'র নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে অভিযুক্তকে নোটিশের মাধ্যমে উপস্থিত করে আত্মসাৎকৃত অর্থ ফেরত ও অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেয় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
ভুক্তভোগী রাফিয়ার মা রুকসানা খাতুন বলেন,প্রতিবন্ধী মেয়ের টাকা আত্মসাত কারী রকিবুল কমিশনারের বিচার আল্লাহ করবেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ন্যায় বিচার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
অভিযুক্ত সাবেক পৌর কাউন্সিলর রকিবুল ইসলাম বলেন, আমার ভূল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। একইসাথে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা প্রদান করেন তিনি।
এবিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, প্রতিবন্ধী রাফিয়ার ভাতা আত্মসাতের বিষয়ে একটি অভিযোগ পাই। উক্ত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জরিমানা করে জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে প্রদান করা হয়েছে।


