lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-16T11:22:08Z
আইন ও অপরাধ

উল্লাপাড়া'য় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা: ঘাতক স্বামী গ্রেফতার

Advertisement


 

আলমগীর হুসাইন অর্থ:

উল্লাপাড়া'য় স্বামী কর্তৃক স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করে আদালত প্রেরণ করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। 


জানা যায়, ১৪ বছর পূর্বে পাবনার সাঁথিয়া উপজেলা র কাশিনাথপুর ইউনিয়নের কাজুরিয়া গ্রামের আনন্দ হালদারের মেয়ে অমিতা (২৮) এর সাথে উল্লাপাড়া থানাট শ্যামলীপাড়া এলাকার জীবন বর্মণের বিয়ে হয়। বিয়ের প্রথম ৫-৬ বছর ভাল কাটলেও ধীরে ধীরে পরকিয়ায় আসক্ত ও নেশাগ্রস্ত হয়ে পড়ে জীবন। এসবের প্রতিবাদ করায় অমিতার উপর চলতে থাকে অমানসিক নির্যাতন।  সনাতন ধর্ম ব্যবস্থা ও পরিবারের কথা চিন্তা করে সকল নির্যাতন সহ্য করে সংসার করে আসছি ভুক্তভোগী অমিতা হালদার। কিন্তু তার আর সংসার করা হলো না, স্বামীর বর্বর নির্যাতনে ১৪ অক্টোবর (মঙ্গলবার)  দুপুরে মৃত্যুবরণ করেন তিনি।


হত্যার শিকার অমিতা হালদারের পিতা আনন্দ হালদার বলেন, আমার মেয়েকে ওরা বাঁচতে দেয় নি। আমি ওদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। 


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  ঘাতক স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করােছি এবং অভিযুক্ত অপর দুইজনকে গ্রেফতারে অভিযান চলছে।


উল্লেখ্য, গ্রেফতারের সময় তার ঘর থেকে বিদেশি মদের বোতল পাওয়া গেছে।