lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-16T13:55:14Z
শিক্ষা

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ও ৩ দফা দাবী বাস্তবায়নে পলাশে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Advertisement


 

হাজী জাহিদ:

জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবং ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এমপিওভূক্ত প্রতিষ্ঠান প্রধান পরিষদ  পলাশ শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন  অনুষ্ঠিত  হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পলাশ উপজেলা শহীদ মিনার মাঠে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল রহমান তালুকদার,ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী, সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের দেওয়া স্বল্প ভাতা ও সীমিত সুযোগ-সুবিধায় শিক্ষক-কর্মচারীদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তারা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের আহব্বান জানান।

এসময় শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি করেন তারা। দাবি পূরণ না হলে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলবে বলেও তারা জানান।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে উপজেলার প্রধান ফটকের সামনে গিয়ে তারা মানববন্ধন করেন।