Advertisement
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খরকা বিলের পাড়ে লাগানো হবে এক হাজার গাছের চারা। মঙ্গলবার বিকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। উপজেলা প্রশাসন ও এলজিইডি কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জামালপুর এর নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ,উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম,উপ সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান,মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল রহমান খালেক, , বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল,সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফাহাদ হোসেন প্রমূখ। ইউএনও নাদির শাহ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। খরকা বিলের পাড়ে এসব গাছ লাগানো হলে শুধু সবুজায়নই নয়, বর্ষার সময় মাটি ক্ষয়রোধেও ভূমিকা রাখবে।