Advertisement
ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নওগাঁর পোরশাতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় পোরশা উপজেলার জিরো পয়েন্ট সারাইগাছি মোড়ে সকল পেশাজীবী সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পোরশা মডেল প্রেসক্লাবের সভাপতি আমির উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক ইসমাইল হোসেন ও ডি এম রাশেদ সহ আরও অনেকে।
বিসমিল্লাহ মার্কেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সেখানেই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক করতোয়া পত্রিকার রইস উদ্দিন, দৈনিক ভোরের ডাকের আমির উদ্দিন সরকার, দৈনিক তৃতীয় মাত্রার নাইম উদ্দিন, দৈনিক ভোরের চেতনার আব্দুল মান্নান, দৈনিক নয়া দিগন্তের হিরা, নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোজাহারুল ইসলাম আকাশ, তামজিত হোসেন ও সকল পর্যায়ের সাংবাদিক ডিএসবি শরিফুল ইসলাম সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংবাদ সংগ্রহ ও সংবাদ পরিবেশনে শতভাগ নিরাপত্তা ও নীতি নির্ধারণ করতে হবে।
বক্তব্যে তারা আরও বলেন, তুহিন হত্যা মামলার সুষ্ঠু বিচারে ব্যর্থ হলে সাংবাদিকেরা পরবর্তী কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।