Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালীতে এসএসসি ও দাখিল'২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে করণীয় শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন ও এ+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার, ৮ ই আগস্ট বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা ব্যাপী মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে মহেশখালী উপজেলা হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হাশেম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন.. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা কামাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ।
এতে এম, জুয়েল ও মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন.. সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের, উত্তর নলবিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আবু তাহের, হোয়ানক আদর্শ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মনসুর আলম, কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ ইব্রাহিম, আল ঈমান আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল গাফফার, মহেশখালী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শফিউল আলম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন'সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে করণীয় শীর্ষক গাইডলাইন সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শহরের মেডিকেল ও ডেন্টাল এডমিশন কোচিং বিভাগীয় প্রধান (জিকে) নাজিম উদ্দিন সোহান, চকবাজার সাফিক্স একাডেমির নির্বাহী পরিচালক ও কলামিস্ট রাকিব বিন মোস্তফা,জিকে স্পেশালিষ্ট নুরুল মোস্তফা হৃদয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মহেশখালী উপজেলা প্রথম হওয়া শিক্ষার্থী সাদিয়া শিবলী দোহা ও চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইমুন আলম আদিল। অনুষ্ঠানে ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৮০জন এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মাধ্যমিকে পড়ুয়া অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।